Friday, August 29, 2025
HomeScrollদুলাল সরকার খুনের ঘটনায় অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল TMC

দুলাল সরকার খুনের ঘটনায় অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারিকে বহিষ্কার করল TMC

মালদহ: মালদহের (Maldah) তৃণমূল কাউন্সিলর খুনের মূলচক্রী নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারির পরই তাঁকে.৬ বছরের জন্য বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (TMC)। কারণ মালদা জেলার তৃণমূল টাউন সভাপতি ছিলেন তিনি।

মালদায় তৃণমূল নেতা খুনে উঠে এসেছিল একাধিক তত্ত্ব। তার মধ্যে অন্যতম দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। দুলাল সরকারকে পরিকল্পনা করে খুন করার দাবি করেছিলেণ তাঁর স্ত্রী। মঙ্গলবার নরেন্দ্রনাথ তিওয়ারি ও তাঁর দুই ভাইকে তলব করে ইংরেজবাজার থানার পুলিশ। টানা বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞেসাবাদের পর তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ভাঙড়

আরও জানা গিয়েছে, ঘটনায় বাকি যারা জড়িত ছিলেন তাদের সামনে বসিয়ে জিজ্ঞেসাবাদ করা হয় নরেন্দ্রনাথকে। তারপরই গ্রেফতার হন তিনি।

উল্লেখ্য, অভিযুক্ত নরেন্দ্রনাথের সঙ্গে তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে তবলার বিরোধ নতুন নয়। সেই বিবাদ এক সময় পৌঁছয় খুনের পরিকল্পনায়। খুনের সঙ্গে যোগসাজোশ থাকার কারণে তৃণমূলের তরফ থেকে বহিষ্কার করার পাশাপাশি, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে স্থানীয় তৃণমূল।

দেখুন আরও খবর:

&nbsp ,

Read More

Latest News